০৯/০৫/২০২৫খ্রি. ১৫.১০ ঘটিকায় এসএমপি’র দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় দায়িত্বপালনকালে পিএসআই (নি:) মো. ফাইনূর রহমান সঙ্গীয় ফোর্সসহ সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে পিরোজপুরস্থ লিলি কমপ্লেক্সের সামনে একটি খালি জায়গায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ পুরুষের (আনুমানিক বয়স ৬৫ বছর) মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, মৃত ব্যক্তিকে বিগত কয়েকদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মৃতদেহটি হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে।
যদি কেউ উক্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানেন, তাহলে দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট-এর অফিসার ইনচার্জ (মোবাইল: ০১৩২০-০৬৭৬৮৮) অথবা ডিউটি অফিসার (মোবাইল: ০১৩২০-০৬৭৬৯৩) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Leave a Reply