1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী দৈনিক সচিত্র সিলেট এর নির্বাহী সম্পাদক পদে সাংবাদিক হেলাল নির্ঝর এর যোগদান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়– বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন করবে: কয়েস লোদী হত্যা মামলার পলাতক আসামী মোহাম্মদ জাহাঙ্গীর কে খুজঁছে পুলিশ, পরিবারের লোকজনকে হয়রানীর অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও সঠিক পথে ফিরবে : এমরান চৌধুরী কোম্পানীগঞ্জে পাথর চুরি ও লুটের মামলায় পাথরখেকো আজিদ মিয়ার সশ্রম কারাদণ্ড বিএনপির ৩১ দফা জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা —অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন ইকবাল কে সভাপতি ও লিমন কে সাধারণ সম্পাদক করে আলোর পথে সমাজ কল্যান সংস্থার কমিটি গঠন ল কলেজ ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা, যুক্তরাষ্ট্রপ্রবাসী আলেম ও ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী। তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের সন্তান মুফতি ক্বাসিমীর পিতা মরহুম আলহাজ্ব মৌলভী আলতাফুর রহমান এবং বড় ভাই মাওলানা শায়েখ হাবিবুর রহমান ফারুক্ব—বিশ্বনাথের জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল।
প্রাথমিক শিক্ষা তিনি শুরু করেন জামেয়া দারুল উলূম মাদানীয়া, বিশ্বনাথ মাদ্রাসায়। পরবর্তীতে পড়াশোনা করেন জামেয়া তওক্কুলিয়া রেঙ্গা, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেট-দাখিল ও আলীম সম্পন্ন করেন বিশ্বনাথ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে। এরপর রাজধানীর জামেয়া রহমানিয়া আরাবিয়া, ঢাকা থেকে দাওরায়ে হাদীস (সমমান মাস্টার্স) সম্পন্ন করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে প্রথম শ্রেণি অর্জন করেন।
১৯৯৬ সালে ভারতের দারুল উলূম দেওবন্দ থেকে হাদীসে বিশেষ কোর্স সম্পন্ন করেন এবং ১৯৯৭ সালে পাকিস্তানের জামেয়াতুল উলূমিল ইসলামিয়া, নিউ টাউন, করাচি থেকে ইফতা বিভাগে বিশেষ কোর্স সমাপ্ত করেন।
শিক্ষা ও গবেষণার ধারাবাহিকতায় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটে অবস্থিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারফেইথ থিওলজিক্যাল সেমিনারি থেকে তিনি দুইটি বিষয়ে—ইসলামিক স্টাডিজ ও হাদীস—এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।তাঁর গবেষণার থিসিস ছিল —📘 “Biography of Six Imams of Hadith”📗 “Biography of Four Imams of Madhab”দুটি বই-ই বাংলাদেশে প্রকাশিত হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম-এ ই-বুক আকারেও পাওয়া যাচ্ছে।
পারিবারিক ঐতিহ্য ঃ
পিতা মরহুম আলহাজ্ব আলতাফুর রহমান ও প্রয়াত চাচা আলহাজ্ব সুনাহর আলী ছিলেন বিশ্বনাথ থানার বিশিষ্ট সমাজসেবক আজীবন ।
আমাদের বড় চাচা মরহুম আলহাজ্ব তবারক আলী সিলেট জেলার অন্যতম সালিশ বিচারক ছিলেন
শুধু তাই নয় তিনি বিভিন্ন এলাকায় সালিশির মাধ্যমে বহু পরিবারে ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন ।
তৎকালীন পুর্ব পাকিস্তান আমলে আব্বা মরহুম আলতাফুর রহমান বিলেতে থাকাকালীন সময়ে তারই অর্থায়নে বিশ্বনাথ পুরাতন বাজারের মাতব্বরদের জুলুম ও বৈষম্যেমুলক আচরনের প্রতিবাদে বড় চাচা আলহাজ্ব তবারক আলী ও পিতা আলহাজ্ব আলতাফুর রহমান বিশ্বনাথ নতুন বাজারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন এবং পরবর্তিতে বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেছিলেন ।তাঁর অনুদানকৃত জায়গাটি মাদানিয়া মাদ্রসার দফতর বা অফিস হিসেবে অদ্যাবধি ব্যবহৃত হচ্ছে ।
জামেয়া মুহাম্মদীয়া বিশ্বনাথ মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ছিলেন দীর্ঘদিন আমার চাচা মরহুম আলহাজ্ব সুনাহর আলী ।
বড় ভাই হযরত মাওলানা হাবিবুর রহমান ছিলেন জামেয়া মুহম্মদীয়ার মুহতামিম ।
সিলেট ২ আসন ওসমানীনগর ও বিশ্বনাথে বাংলাদেশ খেলাফত মজলিস কতৃক মনোনীত রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য‍ পদপ্রার্থী ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী ২০০৬ সাল থেকে সুদীর্ঘ ১৮ বৎসর যাবত এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন ।
১। বিভিন্ন দরিদ্র পরিবারের বিবাহের সম্পুর্ণ খরচ বহন করেছেন
২। বিভিন্ন ছোট ছোট ব‍্যবসায়ীর ব্যবসার পুঁজি দিয়ে আসছেন
৩। বিভিন্ন অসুস্থ পরিবারের চিকিৎসার খরচ বহন করে আসছেন
৪। বিভিন্ন আশ্রয়হীন পরিবারের জন‍্যে বসবাসের জায়গা দান ও ঘর তৈরি করে দিয়েছেন
৫। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহযোগিতা করে আসছেন
৬। দরিদ্র পরিবারের সন্তানদের সুশিক্ষিত করতে তাদের শিক্ষার খরচ বহন করে আসছেন
৭।প্রতি রমজান মাসে ও ঈদুল ফিতরে অসহায় পরিবারের ইফতারের ব্যবস্হা ও ঈদের খুশির জন্য আর্থিক সহযোগিতা করে আসছেন
৮। প্রতি ঈদুল আজহায় অসহায় পরিবারের মানুষের ফ্রি পশু কুরবানির ব‍্যবস্হা করে আসছেন
৯। করোনা মহামারীর কারণে অসহায় সকল পরিবারের ওসমানীনগরে অসংখ‍্য হিন্দু পরিবারের আর্থিক সহযোগিতা করেছেন
১০ । ওসমানীনগর ও বিশ্বনাথে বসবাসরত অসংখ‍্য পরিবারের কাছে বিভিন্ন দুর্যোগ ও বন‍্যায় এবং করোনাকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ‍্য সামগ্রী বিতরণ করে আসছেন ।

১৯৯৮ সালে শিক্ষকতা জীবনের সূচনা করেন জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া, বিশ্বনাথে। একই বছরের ১৫ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে আল-আমিন ইসলামিক সেন্টার ও পরবর্তীতে আস-সাফা ইসলামিক সেন্টার, নিউইয়র্ক-এ শিক্ষক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি
ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ ইনক.-এর সভাপতি,
ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল, নিউইয়র্ক-এর মহাসচিব,
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ ইনক.-এর আজীবন সদস্য,
এবং আই টিভি ইউএসএ, দ্বীন টিভি ইউএসএ, টাইমস টিভি ইউএসএ, ফক্স নিউজ, পিবিএস নিউজ, চ্যানেল ১৩ ও সিলেট ডাইরেক্টসহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় মিডিয়ার ইসলামি আলোচক ও উপদেষ্টা।
এছাড়াও তিনি নিউইয়র্ক সিটির রেজিস্টার্ড কাজী, চাপ্লেন নিউইয়র্ক স্টেট, এবং ডিপার্টমেন্ট অফ এডুকেশন, নিউইয়র্ক-এর ইন্সপেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ প্রবাসজীবনে ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে আসা এই আলেম এবার দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে মাঠে নেমেছেন—বিশ্বনাথ–ওসমানীনগরের উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট