যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবীর আহমদ বলেছেন,জমিয়ত আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত,হক্কানী উলামায়ে কেরামের বিশুদ্ধ আকিদার প্লাটফর্ম। দ্বীন সংরক্ষণের সঠিক দুর্গ, এই মকবুল জামাতে শরিক হয়ে নিজের ঈমান-আকিদা সঠিকভাবে পালন করতে পারেন সহজে। এই প্লাটফর্মের দাওয়াত সকল শ্রেণি পেশার মানুষের কাছে পৌঁছে দিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। এজন্য বর্তমান এই পরিবর্তনের মোক্ষম সময়ে রাষ্ট্র ও সমাজ সংস্কারে দেশের যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের আপামর যুব সমাজের দ্বীনি, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যুব জমিয়ত বাংলাদেশ কাজকরে যাচ্ছে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (২০ মে) বাদ এশা সিলেট শহরতলীর মদীনা মার্কেটে অবস্থিত একটি অভিজাত হোটেলে সিলেট মহানগর যুব জমিয়তের আওতাধীন জালালাবাদ থানা যুব জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জালালাবাদ থানা আহবায়ক হাফিজ মুনির হুসাইন এর সভাপতিত্বে ও মাওলানা জুবায়ের আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ জমিয়ত নেতা মাওলানা আব্দুল মুকিত চৌধুরী,সিলেট মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও জালালাবাদ থানা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ,মহানগর যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মুফতি ফরহাদ কুরেশী,মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম দিলদার,প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম,কোতোয়ালি থানা যুব জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা শাহিদ হাতিমী,সেক্রেটারি মুফতি নোমান বিন আফসার প্রমুখ।
উক্ত অধিবেশনে মাওলানা আব্দুল হাসিবকে সভাপতি, মাওলানা মনছুরুল হাসানকে সিনিয়র সহসভাপতি, মাওলানা যুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক ও হাফিজ ফাহিম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।
পরিশেষে জালালাবাদ থানা জমিয়তের সভাপতি মাওলানা হুসাইন আহমদ এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়
Leave a Reply