
সিলেট জেলা শাখার অন্তর্গত দক্ষিন সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নের উলাল মহল গ্রামের মোহাম্মদ আমরুছ আলীর ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান কে খুজছে মোগলাবাজার থানা পুলিশ। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ করেছেন মুজিব এর ভাই মোহাম্মদ আতিকুর রহমান ও বোন মোসাম্মৎ মাসুদা খানম।
মুজিব দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে ফলে বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ সূত্র। সিলেট মহানগরীর মোগলাবাজার থানা পুলিশ জানিয়েছে, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের উলাল মহল গ্রামের মুজিব এর বিরুদ্ধে বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, ঢাকা আদালতে ৪৪/২৪ নামীয় একটি মামলা আছে। পুলিশের তালিকায় সে আত্মগোপন রয়েছে। পুলিশ সূত্র জানায় মুজিব এর বিরুদ্ধে উক্ত মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আত্মগোপনে থাকা আসামী মুজিব এর বড় বোন মোসাম্মৎ মাসুদা খানম ও বড় ভাই মোহাম্মদ আতিকুর রহমান জানান, তার ভাই দীর্ঘদিন থেকে বাড়িতে নেই, একথা বলার পরও পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বাড়িতে এসে তল্লাসীর নামে হয়রানী করে এবং মুজিবকে এনে না দিলে তাদেরকেসহ বাড়িতে যারা থাকেন তাদের সবাইকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারের হুমকি প্রদান করে। তারা আরো জানান, তাদের ভাইকে না পেয়ে ঘরের লোকদের ধরে নিয়ে যেতে চেয়েছিল পুলিশ, তারা বাধা প্রদান করলে পুলিশ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘরের মালামাল তছনছ করে বলে, মুজিবকে খুজে পেলে ধরে এনে ক্রসফায়ার করবে। আর না পেলে পরিবারের সবার খবর আছে বলে হুমকি প্রদান করে। ফলে পরিবারের সবাই ভীত। তবে পরিবারের লোকদের হুমকী দেওয়ার বিষয়টি সত্য নয় বলে জানিয়ে দেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ।
Leave a Reply