1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন — তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট তুলে দিলেন কয়েস লোদী সমাজ ও রাষ্ট্র সংস্কারে দেশের  যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- — মাওলানা কবীর আহমদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা সম মর্যাদা, সম অধিকার ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত… কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত সিলেটে মার্সেল ‘ডিজিটাল ক্যাম্পেইন’ এর গ্র্যান্ড র‌্যালী অনুষ্ঠিত আল-হামরা শপিং সিটিতে অর্কিড এসোসিয়েটের অফিস উদ্বোধন আন্তর্জাতিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুত করতে অর্কিড এসোসিয়েট কাজ করে যাচ্ছে ——-সাবেক রাষ্ট্রদূত আসহাব উদ্দিন

দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

সোমবার সকাল সাতটায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি একেবারেই দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে থাকে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) নিহত হন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরও দুই যাত্রী নিহত হন। তারা হলেন ইমদুল (৪০) ও ঠাকুরগাঁও সদর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার (৪৫)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ভোর ৭ টায় প্রচন্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল। অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিল । পথিমধ্যেই ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনায় চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট