1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কোন তদবিরে মিলবে আর না বিএনপির নমিনেশন — সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী দৈনিক সচিত্র সিলেট এর নির্বাহী সম্পাদক পদে সাংবাদিক হেলাল নির্ঝর এর যোগদান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়– বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন করবে: কয়েস লোদী হত্যা মামলার পলাতক আসামী মোহাম্মদ জাহাঙ্গীর কে খুজঁছে পুলিশ, পরিবারের লোকজনকে হয়রানীর অভিযোগ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও সঠিক পথে ফিরবে : এমরান চৌধুরী কোম্পানীগঞ্জে পাথর চুরি ও লুটের মামলায় পাথরখেকো আজিদ মিয়ার সশ্রম কারাদণ্ড বিএনপির ৩১ দফা জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা —অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন ইকবাল কে সভাপতি ও লিমন কে সাধারণ সম্পাদক করে আলোর পথে সমাজ কল্যান সংস্থার কমিটি গঠন

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারে সংবাদ সম্মেলনে এফবিআই’র পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক এ কথা বলেন।

তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। কেভিন রোজেক জানান, এই ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করতে কর্তৃপক্ষ কাজ করছে। হামলাকারীর হামলার উদ্দেশ্য এবং কেন এটি করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, দেশজুড়ে এফবিআই গোয়েন্দা এজেন্ট, এভিডেন্স রেসপন্স টিম মোতায়েন করেছে। একজন বন্দুকধারীকে অস্থায়ীভাবে চিহ্নিত করা হয়েছে। তবে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। বায়োমেট্রিক্স এবং ডিএনএর মাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

দেশটির স্থানীয় সময় শনিবার রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। এই হামলার পর একজন পুরুষ হামলাকারী দেশটির সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। সেইসঙ্গে আরও একজন দর্শক নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প এই হামলা সম্পর্কে বলেন, গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট চামড়া ঘেঁষে চলে গেছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। পেনসিলভানিয়ায় সমাবেশে ট্রাম্পের ওপর দৃশ্যত প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল। এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া পেনসিলভানিয়ার গভর্নর যশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডানডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট