নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের দাবিতে ফারজানা আক্তার (১৯) নামে এক তরুণী অনশনে বসেছেন হাসিকুল মোল্যা ওরফে সাব্বির নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে।
শুক্রবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামের ওই তরুণী লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের প্রবাসী হাসিকুল এর বাড়িতে অনশনে বসেন।
তরুণী অভিযোগ করেন, হাসিকুলের সঙ্গে আমার ৮ মাস আগে টিকটকে পরিচয় হয়। এক পর্যায়ে আমি ডিভোর্সি জেনেও সে আমাকে বিয়ে করবে বলে প্রেমের প্রস্তাব দেয়। পরে তার সঙ্গে আমার পেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে তার সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়। এ সময় সে বিয়ে করবে বলে আমাকে ফুসলিয়ে গোপন ভিডিও ও ছবি ধারণ করে। পরবর্তীতে আমি ভিডিও ও ছবি দিতে অস্বীকৃতি জানালে সে আমার গোপন ভিডিও ও ছবি আমার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। আমি নিরুপায় হয়ে হাসিকুল এর বাড়িতে এসেছি সে আমাকে বিয়ে করুক তার পরিবার আমাকে মেনে নিক না হলে আমি আত্মহত্যা করবো।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত